নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা লন্ডন সফর শেষে সিলেট হয়ে ঢাকায় ফিরেছেন।
বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট নিয়মিত ফ্লাইটে তিনি রবিবার সকাল সোয়া ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন।
শেখ রেহানাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আকাশে ডানা মেলে।
শেখ রেহানা পুরো সময়টাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে অবস্থান করেন।
আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন।
Leave a Reply