নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনায় চরম বিপর্যস্ত যুক্তরাজ্য থেকে আরো ৩৪ জন প্রবাসী দেশে এসেছেন। এরমধ্যে সিলেটে নেমেছেন ২৮ জন। অন্য ৬ জন ঢাকায় চলে যান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে।
সিলেটে অবতরণের পর ২৮ জন যাত্রীকে সরকারি নিদের্শনা অনুসারে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্যে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৪ দিন থাকার পর তারা নিজ নিজ বাড়িতে যেতে পারবেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামমা লাবিবা অর্ণব বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট আসে। এতে করে গত ২৪ ডিসেম্বর ২০২ জন, ২৮ ডিসেম্বর ২০২ জন, ৩১ ডিসেম্বর ২৩৭ জন ও ৪ জানুয়ারি ৪৭ জন প্রবাসী দেশে ফিরেন।
এই যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫ জন, ১৪৪ জন, ২০২ জন ও ৪১ জন ছিলেন সিলেটের। অন্যরা একই ফ্লাইটে ঢাকায় চলে যান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, গতকাল দেশে ফেরা প্রবাসীদের সবার করোনা নেগেটিভ সার্টিঢিকেট ছিল। তবু সরকারি নির্দেশনা অনুয়ায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের সবাইকে বাসযোগে নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
Leave a Reply