লন্ডন প্রতিনিধি : ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-বিসিসিআইর উদ্যোগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ও বিসিসিআই পেট্রন এলিসন ব্লেইককে সম্মাননা প্রদান করা হয়েছে।
ইস্ট লন্ডনের ক্যানারি ওয়ার্ফে বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিসিসিআই কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিসিসিআই প্রেসিডেন্ট এনাম আলী এমবিইর সভাপতিত্বে ও লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন লন্ডন সফররত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড গওহর রিজভী ও ড মশিউর রহমান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা দিপু মনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক ও ড ওয়ালী তসর উদ্দীন, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, আহমেদুস সামাদ চৌধুরী, বিসিসিআই নর্থ রিজিয়নের প্রেসিডন্ট মাহতাব মিয়া, বিসিসিআই ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু প্রমুখ।
অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেইক বলেন, বিসিসিআই দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এনআরবিরা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্রিটিশ হাই কমিশনার আসন্ন প্রবাসী কনভেনশনের সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশ বিনিয়োগ ও টুরিজম উভয়ের জন্যই একটি অনবদ্য দেশ।
রুশনারা আলীকে পুনরায় বাংলাদেশের জন্য বাণিজ্য দূত নিয়োগের কথা উল্লেখ করে তিনি দুই দেশের বাণিজ্য ভারসাম্য গড়ে তুলতে বিসিসিআইকে আরো কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
ব্রেক্সিট ইস্যুতে উদ্বেগ সম্পর্কে ব্রিটিশ সরকার সচেতন রয়েছে উল্লেখ করে এলিসন ব্লেইক বলেন, ইউরোপে বাংলাদেশী পণ্যের যে ডিউটি ফ্রি সুবিধা রয়েছ তা অব্যাহত রাখার প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ব্রিটেন ইউরোপের মধ্যে বাংলাদেশী পণ্যের দ্বিতীয় প্রধান ভোক্তা দেশ। এটা নতুন প্রেক্ষাপটেও গুরুত্ব পাবে।
ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে বর্তমান জটিলতার বিষয়ে তিনি বলেন, দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরে কিছু করণীয় না থাকলেও ঢাকার কর্মকর্তারা যাতে তাদের লোকাল জ্ঞানকে এক্ষেত্রে আরো বেশি কাজে লাগাতে পারে সেই চেষ্টা চালানোর আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড গওহর রিজভী নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে উদ্বেগের জের ধরে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, প্রবাসীদের নাগরিকত্ব ও মর্যাদা অক্ষুন্ন থাকবে।
অক্টোবরে সিলেটে গ্লোবাল এনআরবি বিজনেস কনভেনশন ২০১৭ সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, কনভেনশনে প্রবাসীদের স্বাগত জানাতে তিনি নিজে উপস্থিত থাকবেন।
ড মশিউর রহমান ও ডা দিপু মনি মুক্তিযুদ্বে বিলেত প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন।
তারা বলেন, এনআরবি বিজনেস কনভেনশন প্রবাসীদের স্বীকৃতি ও বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ আরো সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে ডেভিড ক্যামেরুনের বাংলাদেশ সফর এবং এবছরের ২১-২৩ অক্টোবর সিলেটে গ্লোবাল এনআরবি বিজনেস কনভেনশন নিয়ে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
Leave a Reply