লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনার জন্য ১৫ সদস্যদের উপদেষ্টা কমিটি গঠন করেছে।
লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সেন্টারের এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এর সদস্যরা হলেন জিল্লুল হক, উস্তার আলী, আতিকুর রহমান খান (আনা মিয়া), মানিক মিয়া, আশেক আহমদ আশুক, মো নূরুল হক (লালা মিয়া), মারুফ আহমদ চৌধুরী, আমিন আলী, অধ্যাপক ড নূরুন নবী, খালেদ চৌধুরী, ডা হালিমা বেগম আলম, লোকমান হোসেন, আফাজ উদ্দিন ও নূরুল করিম।
রবিবার বাংলাদেশ সেন্টারের এক সভায় উপদেষ্টা কমিটির নাম ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নবাব উদ্দিন, উপদেষ্টা জিল্লুল হক, আতিকুর রহমান খান (আনা মিয়া), আশুক আহমদ আসুক, মুক্তিযোদ্বা লোকমান উদ্দিন, ডা হালিমা বেগম, আফাজ উদ্দিন, নূরুল করিম, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন, জালাল হোসেন খান, গুলনাহার খান, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর খান, মিডিয়া কমিটির আহবায়ক আলী আহমদ বেবুল, জবরুল ইসলাম ও কামরুল হোসেন মুন্না সহ বিভিন্ন উপকমিটির সদস্যরা। এছাড়া উপস্হিত ছিলেন প্রধান নির্বাহী এস এম মুস্তাফিজুর রহমান।
সভায় প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার বিয়য়ে আলোচনা হয়।
Leave a Reply