লন্ডন প্রতিনিধি : লন্ডনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার লন্ডন সময় সকাল সাড়ে ১১টায় চেলসি টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত ডা নাজমুল কাওনাইনের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে পনেরােই আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি সওদিপ্তা আলমের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে সহকারী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, মিনিস্টার কনস্যুলার টি এম জোবায়ের, পলিটিক্যাল মিনিস্টার শ্যামল কান্তি চৌধুরী ও কাউন্সিলার আবেদিন।
এরপর বাংলাদেশ দূতাবাস এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আলোচনায় অংশ নেয় প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, সহ সভাপতি জালাল উদ্দিন, সামসুদ্দিন মাস্টার, আনসারুল হক, মুক্তিযোদ্ধা সৈয়দ এনাম, বিমান মল্লিক, জামাম খান, সাজিয়া স্নিগ্ধা, ডা আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনককে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা বসে থাকেনি, তারা চেয়েছিল চিরদিনের জন্যে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে। এখনো তারা চাইছে দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে। তাই সকলকে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
Leave a Reply