লন্ডন প্রতিনিধি : লন্ডনে বাংলাদেশ দূতাবাস ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে সোমবার সকালে দূতাবাসের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুইে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা ও তাৎপর্য তুলে ধরেন।
আব্দুল গাফফার চৌধুরী ঢাকার আদলে মুজিবনগর নামে একটি নতুন শহর গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানান।
অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, এখন দেশকে এগিয়ে নিয়ে যাবার সময়। এই সময়কে কাজে লাগাতে হবে।
দূতাবাসের মিনিস্টার প্রেস নাদীম কাদির বলেন, বিদেশী গণমাধ্যম ও সাংবাদিকবৃন্দ মনে করেন, মুজিবনগর সরকার না হলে হয়তো বাংলাদেশের স্বাধীনতাই অর্জিত হতো না।
রাষ্ট্রদূত মো নাজমুল কাওনাইন বলেন, মুজিবনগর সরকার মহান স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে বৈধভাবে যোগাযোগ করে।
Leave a Reply