আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই-এনবিসি ইউকের উদ্যোগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক থেকে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি হাইকমিশনের সামনে গিয়ে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
মানববন্ধন শেষে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধির কাছে বেগম খালেদা জিয়া ও শীর্ষ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনসহ বিভিন্ন গণতান্ত্রিক দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মো আরিফ আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক ও বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ওলীউল্লাহ নোমান।
এছাড়াও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সহসভাপতি মো আসয়াদুল হক, আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, ওয়াহিদুর রহমান, হাবিবুর রহমান, আব্দুস সামাদ খান ও রিপন আহমদ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের নির্বাহী সদস্য মো ইকবাল হোসেন, অ্যাডভোকেট রোকসানা আক্তার, মির্জা সইফুল, এবাদুর রহমান, মো সাইদুজ্জামান তারেক, আহমদ আলী, মো আলম আহমদ, ফজল আহমদ, মো ফরহাদ আলী, ইউসুফ আল আজাদ, মো জাকির আহমদ, রায়হান আহমদ, মো আলিম উদ্দীন, মো এহসানুল হক, মো রফিকুল ইসলাম পাটওয়ারী, শেখ আবুল ফাত্তাহ, কয়ছর আহমদ চৌধুরী, মোহাম্মদ আলিম উদ্দীন, মহি উদ্দীন, মানবাধিকার কর্মী মো রাসেল মাহমুদ ও জালাল আহমদ জিলানী।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply