মকিস মনসুর : যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে লন্ডনে দুই দিনব্যাপী নবম বাংলাদেশ বই মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এর উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড ভীষ্মদেব চৌধুরী, লেখক শাহদুজ্জামান ও প্রকাশক ওসমান গণি।
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি ফারুক আহমদ ও সম্পাদক ইকবাল হোসেন বুলবুল সহ অন্যদের অক্লান্ত প্রচেষ্টায় নবম বাংলাদেশ বইমেলা সফলভাবে শেষ হয়েছে।
ফারুক আহমদ জানান, এবার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ বইমেলায় বঙ্গবন্ধুর নামে একটি কর্নার রাখার প্রস্তাব করা হয়েছে।
নবম বাংলাদেশ বই মেলায় একাধিক সেমিনারেরও আয়োজন করা হয়।
Leave a Reply