গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার মাহফিল বৃহস্পতিবার, ৪ এপ্রিল ইস্ট লন্ডনের বারাকায় অনুষ্ঠিত হয়েছে।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও সদস্য সচিব ড মুজিবুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড হাসনাত এম হোসেইন এমবিই, পৃষ্ঠপোষক বিশিষ্ট কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বিবিসিসিআই সভাপতি সাইদুর রহমান রেনু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাশ পাশা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলার রিতা বেগম, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল কাদির সালেহ, ব্যারিস্টার আব্দুস শহীদ, ব্যারিস্টার নাজির আহমদ, চ্যানেল এস মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন দিলু, সাউথ ইস্ট রিজিওনের লোকমান হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে বিলেতে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির উন্নয়ন ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যের বন্ধনে কাজ করাসহ মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সংবাদদাতা
Leave a Reply