যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত তানজীল অডিটোরিয়ামে মঙ্গলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে নামে একটি নতুন সংগঠন যাত্রা শুরু করেছে।
সিলেটের কানাইঘাট উপজেলা থেকে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত ছাত্রদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন ও সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
গাছবাড়ী মডার্ন একাডেমির সাবেক জ্যেষ্ঠ শিক্ষক মাস্টার আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক সেন্টার ও মসজিদের জ্যেষ্ঠ ইমাম হাফেজ মাওলানা আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মাওলানা রফিক আহমদ, সাবেক সভাপতি ইজ্জত উল্লাহ, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন, সাবেক সেক্রেটারি ইকবাল আহমদ, কুরতুবা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল ফাতেহ, কানাইঘাট ইসলামিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসনাত চৌধুরী, সেক্রেটারি সুলেমান আহমদ পাটোয়ারী, কানাইঘাট ইসলামিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও মানবাধিকার সংগঠন ইউনিভারসাল ভয়েস ফর জাস্টিস চেয়ারম্যান আবু সালেহ ইয়াহইয়া, সাবেক সেক্রেটারি হাফেজ জয়নাল আবেদিন চৌধুরী, সেক্রেটারি জাকির হোসেন মিল্লাত, গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা খয়ের উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক দেলোয়ার হোসেন সেলিম, গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সহসভাপতি নোমান পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা ইমরান পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক শামীম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। আহবায়ক কমিটি সম্ভাব্য স্বল্পসময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের ব্যবস্থা করবে।
আহবায়ক কমিটির সভাপতি হাফিজ আব্দুর রহিম, সম্পাদক ইব্রাহীম আলী, সদস্য এনায়াত মোস্তফা, সুহেল আহমদ, আবুল হাসনাত খান, সুফিয়ান চৌধুরী, নাজমুল ইসলাম, শাহিন আহমদ, মাহফুজুর রহমান মুন্না ও ওলিউর রহমান।
উপদেষ্টা পরিষদে রয়েছেন, হাফিজ জায়নুল আবেদীন চৌধুরী, আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া, ইমরান আহমদ জাকির হোসাইন মিল্লাত ও মোস্তফা কামাল।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply