মকিস মনসুর, কাডিফ, ব্রিটেন : বিপুল সংখ্যক গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০১৬ প্রদান অনুষ্ঠান।
২৩শে অক্টোবর সেন্ট্রাল লন্ডনের মেফেয়ারের গ্রসভেনর হোটেলের গ্রেট রুমে এশিয়ান ক্যাটারিং ফেডারেশন ও ফেডারেশন অব বাংলাদেশী ক্যাাটারার্সের যৌথ উদ্যোগ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ট্রেজারি সেক্রেটারি জন এলিসন এমপি, টম ব্রেক এমপি, পট কালিস এমপি ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত খন্দকার তালহা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনের প্রতিনিধিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক কমিউনিটি নেতা ইয়াওর খান।
অনুষ্ঠানে ১০টি রিজিওনের সেরা ১০টি রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড ছাড়াও বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানি, চাইনিজ, মালয়েশিয়ান ও টার্কিস ক্যুজিনকে স্ব স্ব সাফল্যের জন্য মূল্যায়ন করা হয়।
বিখ্যাত নবাব রেস্টুরেন্টের মালিক মাহবুব হোসেনকে দেয়া হয় লাইফ টাইম এচিভম্যান্ট অ্যাওয়ার্ড। প্রাইড অব এশিয়ার ওয়াসিম হাসান সেলিমও অ্যাওয়ার্ড লাভ করেন।
এদিকে সংগীত জীবনের বর্ণাঢ্য ৫০ বছর পূর্ণ করায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন কুবরা বিয়ার, জাস্ট ইট ও স্কয়ার মাইলস ইন্সুরেন্স সহ বিভিন্ন
প্রতিষ্ঠান।
পরিচালনায় ছিলেন বিবিসির সংবাদ পাঠক কেইট সিলভারটন।
Leave a Reply