লন্ডন প্রতিনিধি : প্রজন্মের পর প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখে, সব অনিয়ম, অবিচার ও শোষণের বিরুদ্ধে এভাবেই সোচ্চার থাকে এবং মৌলবাদী শক্তি যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে লন্ডনে গণজাগরণ মঞ্চ ইউকের ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে আয়োজিত বর্ষপূর্তির অনুষ্ঠানের শুরুতে গত চার বছরে নিহত ব্লগার, মানবাধিকার কর্মী ও সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় নিহত সহযোদ্ধাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের সদস্য ব্লগার ব্যারিস্টার নিঝুম মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ ইউকের মুখপাত্র অজন্তা দেব রায়। শারমিন জান্নাত ভূট্টো ও সাইফুল ইসলাম মিঠুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লোকমান হোসেইন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মেফতা ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদুল্লাহ, যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মজিবুল হক মনি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, জাতীয় নারী জোট যুক্তরাজ্য শাখার আহবায়ক রুবি হক, কবি গোলাম কবির, টাওয়ার হ্যামলেট লেবার পার্টির মেম্বাস সেক্রেটারি ড আনিসুর রহমান আনিস, যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের কোঅর্ডিনেটর কামরুল হাসান তুষার, বাপ্পী চৌধুরী, কয়েস আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ থেকে স্কাইপে সরাসরি যোগ দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা ইমরান এইচ সরকার। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিদের সাথে মত বিনিময়কালে তিনি জানান, গণজাগরণ মঞ্চ শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধেই সোচ্চার হয়নি সেই সাথে তরুণরা শিখেছে প্রতিবাদের ভাষাও। এমনকি জয় বাংলা দেশের কোটি কণ্ঠের প্রতিবাদী আর জাতীয় স্লোগানে রূপ পেয়েছে।
অনুষ্ঠানে আগত অতিথিদের অনুরোধে সবাইকে স্ক্রিনে এসে শুভেচ্ছা জানান নন্দিতা নাদিয়া ইসলাম। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
Leave a Reply