জেসমিন মনসুর, লন্ডন, ইউকে : কমিউনিটির নানা শ্রেণিপেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনলাইন চ্যানেল ইউকে বিডি টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার ও
মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, কেমডেন কাউন্সিলের মেয়র সামাতা খাতুন ও হারো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ও কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রেনু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জোছনা ইসলাম, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, জেসমিন চৌধুরী, ইউকে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি সায়েদুর রহমান, মোস্তফা কামাল মিলন, হারুনুর রশিদ, সত্যব্রত দাশ স্বপন, কবি মুজিবুল হক মনি, হেনা বেগম, ড আনিছুর রহমান, সাংবাদিক শাহ বেলাল আহমেদ, এম আলিম উজ্জামান, সাংবাদিক মুহিব চৌধুরী, জামাল আহমেদ খান, কবি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া, শেখ নূরুল ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, আব্দুল মালিক, গিয়াস আহমেদ, সাংবাদিক কামরুল আই রাসেল, সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসির সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
ইউকে বিডি টিভির কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলামের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী পাপ্পু আহমদ, সৈয়দ সুহেল ইসলাম, ইফাত আরা খানম, অসিত রায়, ইভা আহমেদ ও মতিউর রহমান তাজ। নৃত্য পরিবেশন করেন সুমা গঙ্গা।
অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পী পাপ্পু আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।