‘সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি’ এই স্লোগান নিয়ে সিলেটের দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে সেচ্ছাসেবী সংগঠন ‘নির্ঝর’ আত্মপ্রকাশ করেছে।
বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এক উন্মুক্ত সভায় জাতীয় সংগীত পরিবেশন ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নিয়ে সংগঠনটির নবযাত্রা শুরু হয়।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে ও নবগঠিত সংগঠনের আহবায়ক শিক্ষার্থী আরিনা বেগমের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিরুল আলম খান। আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক জুবায়ের আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আমিরুল আলম খান বলেন, নির্ঝর মানে ঝর্ণা। ঝর্ণার বৈশিষ্ট্য হলো ছুটে চলা। নির্ঝর ঝর্ণার মতো দুর্বার গতিতে এগিয়ে যাবে।
সভায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, রোকেয়া বেগম, শারমীন সুলতানা, তপতী রায়, নন্দকিশোর রায়, শক্তি রাণী সরকার, বিশ্বজিত দেব, আবু হানিফ, আব্দুল্লাহ, লিটন শর্মা, রুম্মান উদ্দিন, সোহেল আহমদ, তাজ উদ্দিন, আরাফাত আলী, ত্রপা রায়, মাহবুবা খানম চৌধুরী ও সাদেকুল ইসলাম।
সংগঠনের নবগঠিত আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আহবায়ক আরিনা বেগম, যুগ্মআহবায়ক মুনতাহা আকবীন, সদস্য সচিব লিমা চন্দ, সদস্য কণিকা রাণী দাস, রুমি বেগম, উম্মে হাবীবা, ফাতেমা বেগম, তাজিমা বেগম, জান্নাতুল ফেরদৌস সুমা, তামান্না বেগম, আফসানা বেগম, প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply