তাহিরপুর প্রতিনিধি : লকডাউন কার্যকর করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকেই কঠোর অবস্থান গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রায়হান কবির স্বাস্থ্যবিধি অমান্য করে ও সরকারি বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তাহিরপুর উপজেলা সদর, আনোয়ারপুর ও বাদাঘাট বাজারসহ জনসমাগম ঘটে, এমন কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।
মুখে মাস্ক না থাকায় পথচারী এবং বিধিনিষেধ না মানায় বিভিন্ন যানবাহন ও ডিপার্টমেন্টাল স্টোরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।
Leave a Reply