নিজস্ব প্রতিবেদক : সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সিলেট মহানগর পুলিশ মহানগরীতে ২০টি চেকপাস্ট বসিয়েছে।
এসএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, মহানগরীর প্রবেশমুখে দিবারাত্রি ট্রাফিক বিভাগের ৬টি ও মহানগরীর শহরের ভেতরে ১৪টি চেকপোস্ট সক্রিয় আছে।
এছাড়াও থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় দিবারাত্রি ৮টি চেকপোস্ট, ১৪টি ভ্রাম্যমাণ টহল ও গোয়েন্দা বিভাগের দিবারাত্রি ২টি করে ৪টি ভ্রাম্যমাণ টহল সক্রিয় রয়েছে।
আরো জানানো হয়, এসএমপির বিভিন্ন ইউনিট চলমান লকডাউনের দুইদিনে ৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের ও ৮৯টি গাড়ি আটক করেছে।
একই সময়ে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে ৯টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
এছাড়া প্রথমদিন মহানগরীর শিবগঞ্জ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় একটি মুদি দোকানের মালিক ও কর্মচারীকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা, একটি রেক্টুরেন্ট মালিককে ৩০০ টাকা ও ৩ জন পথচারীকে ১০০ টাকা করে ৩০০ টাকা জরিমানা করেন।
Leave a Reply