নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার সিলেট মহানগর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে বিভিন্ন স্থানে মোট ২৫ জনের নিকট থেকে এই জরিমানা আদায় করে।
এছাড়াও সিলেট মহানগর পুলিশের অভিযানে ৪৮টি মামলা দায়ের ও ১০৪টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির তথ্য বিবরণীতে জানানো হয়, অভিযানকাল ৯টি সিএনজি অটোরিকশা, ৩০টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার ও ৭টি অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ ১৮টি সিএনজি অটোরকিশা, ৪৯টি মোটরসাইকেল. ৩টি প্রাইভেট কার ও ২৪টি অন্যান্য গাড়ি আটক করা হয়েছে।
Leave a Reply