নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্টো) শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে বুধবার দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিলেট কোতয়ালি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় মেডিক্যাল রাডে জমিদার রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, নয়াসড়কে নবাব কিচেনকে ১৫ হাজার টাকা ও মানিক পীর রোডের রেড হাউসকে ৮ হাজার টাকাসহ সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ভারতীয় পাতার বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করে।
র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো আব্দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জুগিরগাঁও গ্রামের পাকা রাস্তার উপর হতে ৪২ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ জসিম উদ্দিনকে (পিতা আফতা মিয়া, জুগিরগাঁও, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply