র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-৯ সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে র্যাব-৯ সিলেট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে মদিনা মার্কেট এলাকা থেকে রাজন নামের এই আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়া কমান্ডিং অফিসার লে কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম সহ এক অভিযানে রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রস্তুমপুর এলাকা থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২টি মোবাইল সহ পেশাদার মাদক ব্যবসায়ী ফয়জুর রহমান ও রুজেল মিয়াকে গ্রেফতার করা হয়।
Leave a Reply