র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ মৌলভীবাজারে গণধর্ষণে মৃত্যু মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি ও ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
রবিবার রাত ৩টায় র্যাব ৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে কুমিল্লা সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে মোঘলটুলি থেকে ২০০৯ সালের ১৮ই নভেম্বর মৌলভীবাজার সদর থানায় দায়ের করা গণধর্ষণে মৃত্যু মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো শিপন মিয়া (পিতা ছাদির মিয়া, গ্রাম পূর্বকালেঙ্গা, কমলগঞ্জ, মৌলভীবাজার) ও ২০১৬ সালের ৩রা নভেম্বর শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত ডাকাতি মামলার আসামি মো রুমেলকে (পিতা মৌলভী কেরামত আলী, গ্রাম মধ্য কালেঙ্গা, কমলগঞ্জ, মৌলভীবাজার) গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গ্রেফতার এড়ানোর জন্য তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তাদেরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply