নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর থেকে র্যাব-৯ উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার সহ দুই জনকে আটক করেছে।
সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষীপাশা এলাকা থেকে এই দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের খায়রুল ইসলাম ও দুর্গাপুর গ্রামের নজরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে র্যাব-৯ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই বিস্ফোরকগুলো অত্যন্ত উচ্চক্ষমতা সম্পন্ন। মাত্র ১০টি দিয়ে ২/৩ তলা স্থাপনা গুড়িয়ে দেয়া সম্ভব।
বিস্ফোরক দ্রব্যগুলো জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্যে আনা হয় বলে অনুমান করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৯ অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বক্তব্য রাখেন।
Leave a Reply