নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে গ্রেফতার ও বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে।
আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বিকেল সোয়া ৪টার দিকে র্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর মো শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের নেতৃত্বে সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন চৌকিদেখী এলাকা থেকে ১২৫ লিটার চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী লাক্কাতুরা চা বাগান এলাকার পওল দাশের ছেলে নির্মল দাশ (৪৮) ও মনিরাজ চন্দ্র দেবের ছেলে বাবনা দেবকে গ্রেফতার করে।
একইদিন বিকেল ৩টায় র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর উপজেলার কান্দিগাঁও এলাকা থেকে ৫৩৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি মোহাম্মদ সুমনকে (২২) গ্রেফতার করে।
মোহাম্মদ সুমনের পিতার নাম মো আব্দুর রহমান। বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার নবীনগর গ্রামে।
এছাড়া রাত পৌণে ১২টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলমের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া এলাকা থেকে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী উপজেলার ডুলনা উত্তরপাড়ার মীর হোসেন মিয়ার ছেলে মো ইমরান মিয়াকে (২২) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে পরে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply