র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে ইয়াবা ও চোলাই মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এছাড়া সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ প্রসাধন সামগ্রী সহ ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি দল মেজর শওকাতুল মোনায়েম ও সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে রবিবার সকাল সোয়া ১১টার দিকে মহানগর পুলিশের বিমানবন্দর থানার বনকলাপাড়ায় ২৪৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ ওরাও ও গৌরাঙ্গ মোদিকে গ্রেফতার করে।
এদিকে রাত সোয়া ৯টার দিকে র্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানার চালবন গ্রামে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ জয়নাল আবেদীনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়া শনিবার রাত সোয়া ১১টার দিকে র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নানারকম প্রসাধনী উদ্ধার সহ বাপ্পী রায়, প্রদীপ বর্মন, মোহাম্মদ ইনসান, আব্দুর রহমান ও নূরুল মিয়াকে গ্রেফতার করে।
Leave a Reply