র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জে সদর থানা এলাকা থেকে বিদেশী মদ সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকা থেকে নিখোঁজ এক কিশোরকে উদ্ধার করেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে র্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানাধীন ইসলামপুর পূর্বপাড়া থেকে ২৩ বোতল অফিসার্স চয়েস মদ সহ আব্দুল হান্নান নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
একই তিন বিকেল সাড়ে ৫টায় র্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুরাতন বাজার এলাকায় আলী ফুডস নামের ফুসকার দোকান থেকে ১৪ বছর বয়সী নিখোঁজ নাহিদ আহমদকে উদ্ধার করে।
লেখাপড়ায় অনীহার কারণে নবীগঞ্জ উপজেলার পারকুল হাফিজিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র নাহিদ আহমদ ৩১ আগস্ট পালিয়ে গিয়ে ঐ দোকানে চাকরি নেয়।
Leave a Reply