নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মদ, ইয়াবা ও ফেন্সিডিল সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, শুক্রবার রাত পৌণে ৮টার দিকে সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি এলাকা থেকে ৪৫ বোতল বিদেশী মদসহ পেশাদার মাদক কারবারি মো ফারুক মিয়াকে গ্রেফতার করে।
তার পিতার নাম মো আতর আলী। বাড়ি উপজেলার উত্তর কাপনা গ্রামে।
এছাড়া রাত পৌণে ১২টার দিকে এই আভিযানিক দল একই উপজেলার ছাতারকোনা বুগলতলী জলমহাল এলাকা থেকে ১৯৩ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি উপজেলার ছাতারকোনা গ্রামের মো শুকুর আলীর ছেলে নূর মোহাম্মদকে গ্রেফতার করে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকা থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ পেশাদার মাদক কারবারি মো মসুদ মিয়াকে গ্রেফতার করে।
কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলমের নেতৃতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মো মসুদ মিয়া শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত সকল মাদক কারবারিকে আলামতসহ সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply