নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ০৯ সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৮৪ বোতল বিদেশী মদ উদ্ধার ও সুনামগঞ্জেহ দিরাই থেকে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-০৯ জানায়, র্যাব-০৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দুপুর আড়াইটায় একটি অভিযান চালায়।
এএসপি সোমেন মজুমদারের নেতৃতে অভিযানকালে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া এলাকায় পরিত্যক্ত এই বিদেশী মদ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
একইদিন সন্ধ্যা পৌণে ৬টার দিকে র্যাব-০৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো আব্দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু কালামকে (পিতা মৃত সুরুজ আলী, শ্যামারচর, দিরাই, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
তাকে দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply