র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯, সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল সিলেট মহানগরীর পশ্চিম দরগা মহল্লার পায়রা-৮১ বাসার দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে নবজাতক নুসরাতকে চুরি করে পালানোর সময় এক নারীকে গ্রেফতার ও নবজাতককে উদ্ধার করেছে।
এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে এএসপি মো বেল্লাল হোসেন মল্লিক সহ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত নারীর নাম রাজিয়া বেগম (পিতা মৃত ওহাব আলী, গ্রাম কুরেরপাড়, মুরাদনগর, জেলা কুমিল্লা, বর্তমানে চণ্ডিপুল, দক্ষিণ সুরমা, সিলেট)।
রাজিয়া বেগমকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply