মাদক উদ্ধারের অভিযানের ধারাবাহিকতায় রবিবার র্যাব-৯ নগদ টাকা, হেরোইন ও ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে।
র্যাব-৯ এর একটি বিশেষ দল বিকাল পৌণে ৫টার দিকে মহানগরীর লালবাজার এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো মরম আলী, পিতা মৃত লোকমান খান, মিতালী ১৬/ডি, খারপাড়া, সিলেট, সুলতান তালুকদার, পিতা মৃত আবু তালেব তালুকদার, গ্রাম বাইরাউড়া, জানজাইল, দুর্গাপুর, নেত্রকোনা, বর্তমান ঠিকানা কুমারপাড়া, সিলেট, কানাই দেবনাথ, পিতা মৃত ধীরেন্দ্র দেবনাথ, নগরপাড়, কোম্পানীগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানা দাসপাড়া, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলেট (জয় বস্ত্র বিতানের মালিক), অপু দেবনাথ, পিতা প্রশান্ত দেবনাথ, পান্নারপুর (নাথপাড়া), দেবীদ্বার, কুমিল্লা, বর্তমান ঠিকানা দাসপাড়া, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলেট (জয় বস্ত্র বিতানের কর্মচারী) ও মো আবু বক্কর সিদ্দিক, পিতা মো বরজু মিয়া, কালিকাপ্রসাদ (তিথি বাড়ী), ভৈরব, কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা মাহমুদ মঞ্জিল, পুরান লেন, লালবাজার, সিলেট।
Leave a Reply