নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯, সিলেটের মাদক বিরোধী অভিযানে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার হয়েছে।
র্যাব ৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে এই গাঁজাসহ মো সোহাগ বেপারী (২০, পিতা মো দেলোয়ার বেপারী, উত্তর বিজয়পুর, গৌরনদী, বরিশাল) ও মো রাশেদ বেপারীকে (২০, পিতা সোলেমান বেপারী, রামদাশদী, চাঁদপুর সদর, চাঁদপুর) গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply