নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল, ২৮৯ বোতল বিদেশি মদ ও ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯, ইসলামপুর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল রবিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৯৭ বোতল ফেনসিডিল সহ উপজেলার হাদারপার এলাকার জমসিদ আলীর ছেলে মো আফতাব উদ্দিনকে (২৮) গ্রেফতার করে।
আরেক অভিযানে র্যাব ৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর উপজেলায় ৬০ বোতল বিদেশি মদ সহ উপজেলার মতুরকান্দি এলাকার মো আজিজুল হকের ছেলে মো মোকাব্বির হোসেনকে (২২) গ্রেফতার করে।
এছাড়া সদর ক্যাম্পের এক অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২২৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এদিকে র্যাব ৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজারের একটি আভিযানিক দল সোমবার ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার ও উপজেলার দাউদপুর এলাকার মৃত কালা মিয়ার ছেলে মাহমুদুল আকাশকে (৩৮) গ্রেফতার করে।
সকল আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply