নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ চারু নিকেতন (অঞ্জলি জুয়েলার্স) নামক স্বর্ণ বিক্রির একটি অনলাইন পেজের মাধ্যমে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে।
শনিবার র্যাব-৯ এর একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম মহানগর পুলিশের বাকালিয়া থানাধীন এলাকায় প্রতারক চক্রের মূল হোতা আয়েশা সিদ্দিকা এবং তার সহযোগী আব্দুল আল মোমেন বাক্কার মো ওসমান গনি সরোয়ার, মো বাবর আলী শেখ ও মো মেহেদী হাসানকে ৬টি মোবাইল ফোন ও ৭টি সিমকার্ড সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাব-৯ জানতে পারে, স্বর্ণ বিক্রির ভূয়া অনলাইন পেইজ ব্যবহার করে এই প্রতারক চক্র প্রতারণার বিশাল জাল বিস্তার করে। আয়েশা সিদ্দিকা হচ্ছে পেইজের এডমিন। বাকিরা সহযোগী। এছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিরা এই চক্রের সঙ্গে যুক্ত আছে।
আয়েশা সিদ্দিকা মূলত অন্য একটি অনলাইন পেইজের মাধ্যমে কাপড় বিক্রি করতো; কিন্তু ছয়মাস আগে চারু নিকেতন নামক স্বর্ণ বিক্রির পেইজ ওপেন করে। এই পেইজের বর্তমান ফলোয়ার সংখ্যা ৭ হাজারের অধিক। কম দামে ও কিস্তিতে আকর্ষণীয় ডিজাইনের স্বর্ণের গহনার পোস্ট দিয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হতো। ক্রেতারা পেইজে নক করে বিস্তারিত জানতে চাইলে বলা হতো, গহনা কিনতে হলে অগ্রিম ৫০% টাকা বিকাশ করতে হবে। বিকাশ করা সম্পন্ন হলে প্রতারকরা নিতো আরেক প্রতারণার আশ্রয়। ভুয়া কুরিয়ার স্লিপের ছবি পাঠানো হতো ক্রেতাদের ম্যাসেঞ্জারে। এরপরও যখন দেরি হতো তখন এই প্রতারক চক্র আরও টাকা হাতিয়ে নেওয়ার জন্য টালবাহানা করতো। অবশেষে ভুক্তভোগী ক্রেতাকে ম্যাসেঞ্জারে ও ফেসবুকে ব্লক করে দিতো। সরলবিশ্বাসে ও লোভের বশবর্তী হয়ে প্রতারণার ফাঁদে পা দেওয়া এ পর্যন্ত ২৫০ থেকে ৩০০ ব্যক্তির নিকট থেকে প্রতারক চক্র ২০ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
র্যাব-৯ জানায়, অঞ্জলি জুয়েলার্স নামক একটি স্বর্ণালংকার দোকানের প্রকৃত অবস্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায়। এর মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অনলাইনে স্বর্ণ বিক্রির কোন ফেসবুক পেইজ চালাননা। প্রতারিত হওয়া অনেক ভুক্তভোগী তার কাছে অভিযোগ করলে তিনি সংশ্লিষ্ট থানায় এ নিয়ে অভিযোগ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply