নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৪০২ বোতল বিদেশী মদ ও ৬৮ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
র্যাব ৯-এর তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রবিবার, ১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নীলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪০২ বোতল বিদেশী মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া এলাকার মো লেবু শেখের ছেলে মো সুলতান শেখকে গ্রেফতার করে।
একই দিন র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল রাত আনুমানিক ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধস্তি ইউনিয়নের ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৬৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত নূর মিয়ার ছেলে আল আমিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply