নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেট মহানগরীর বালুচর এলাকায় গৃহবধূ আফিয়া বেগম সামিহার (৩১) হত্যাকারী এক নারীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে এসএমপির শাহপরান থানা পুলিশ বালুচর এলাকার ফোকাস ৩৬৪ নম্বর পাঁচতলা ভবন সিকান্দর মহলের নিচতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে আফিয়া বেগম সামিহার রক্তাক্ত মরদেহ পুলিশ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন শাহপরান থানায় আফিয়া বেগম সামিহার মা অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এর সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনে র্যাব-৯ গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে হত্যাকাণ্ডে মাজেদা খাতুন মুন্নি (২৯) নামের এক নারীর জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।
এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একাধিক আভিযানিক দল মাজেদা খাতুন মুন্নিকে (পিতা আব্দুল গনি, সারংপুর, বানিয়াচং, হবিগঞ্জ) বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে বানিয়াচং থেকে গ্রেফতার করে।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আফিয়া বেগম সামিহার সঙ্গে মাজেদা খাতুন মুন্নির টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। সে একই বাসায় সাবলেট থাকতো; কিন্তু থাকতো মাসে ৫ থেকে ৭ দিন। টাকা পয়সা গচ্ছিত রাখতো আফিয়া বেগম সামিহার কাছে। এক পর্যায়ে আফিয়া বেগম সামিহা সেই টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে। তখনই বিরোধ শুরু হয়।
মাজেদা খাতুন মুনি এর জের ধরে আফিয়া বেগম সামিহাকে হত্যার পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে হত্যাকাণ্ডের দু’দিন আগে বাসায় ফিরে। ২০ আগস্ট আনুমানিক রাত ১০টায় দু’জনের মধ্যে টাকা দেওয়া-নেওয়া নিয়ে ঝগড়া হয়। পরদির রাত আনুমানিক ১২টায় মাজেদা খাতুন মুন্নি রান্নাঘর থেকে শীল নিয়ে এসে আফিয়া বেগম সামিহার মাথার বাম পাশে পরপর দু’বার সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে বিছানায় লুটিয়ে পড়ে।
পরে সকাল ৬টার দিকে মাজেদা খাতুর মুন্নি বাসা থেকে বের হয়ে দরজা বাইরে থেকে তালা মেরে নিজের মালামাল ও আফিয়া বেগম সামিহার মোবাইল ফোন নিয়ে বানিয়াচং উপজেলায় নিজ বাড়িতে পালিয়ে যায়।
এ ঘটনায় আশ্চর্যজনকভাবে বাসায় আটকেপড়া অবস্থায় আফিয়া বেগম সামিহার প্রায় ২ বছর বয়সী মেয়ে বেঁচে যায়।
Leave a Reply