নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে হত্যামামলার পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক কলহের জের ধরে রাজনগর উপজেলার সারমপুর গ্রামে আপন চাচা ও চাচাতো ভাইদের হাতে সাদিকুর রহমান (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত যুবকের বড় ভাই বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৮ নভেম্বর একটি হত্যামামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজারের একটি আভিযানিক দল সোমবার বড়লেখা উপজেলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি সারমপুর গ্রামের আনছার আলী রুশনের ছেলে রাকিন আহমদ বাবু (১৮), ফাহাদ আহমদ (২০) ও রাকিম আহমদকে (২০) গ্রেফতার করে।
সবাইকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply