র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল রবিবার সকাল ১০টার দিকে হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে নতুন ব্রিজ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় উপজেলার গেরারুক এলাকার বাসিন্দা মৃত নূরুল হুদার ছেলে নূরআবজল আহমেদ রাজীব (২৪) ও ডুলনা এলাকার বাসিন্দা আব্দুল বারিকের ছেলে আব্দুর রশিদকে (৩০) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply