শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রৌয়াইল মুবাশ্বিরিয়া ফাতেহা কমিটির উদ্যোগে ও রৌয়াইল গ্রামেবাসীর সার্বিক সহযোগিতায় ভারতের প্রখ্যাত ওলিয়ে কামিল হজরত শাহ্ সুফি মাওলানা মুবাশ্বির আলী তেলিটিকরির (র) ১২তম ঈছালে সাওয়াব মাহফিল ২২ ফেব্রুয়ারি বুধবার রৌয়াইল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা হতে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিতব্য ঈছালে সাওয়াব মাহফিল মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর পীর সাহেব জৈনপুরী ড এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন ছাহেবজাদায়ে তেলিটিকরি মুবাশ্বিরিয়া জামেয়া মাদরাসার অধ্যক্ষ হজরত কাজী সুহাইল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মুকিমপুর আলিম মাদরাসার আরবি প্রভাষক হজরত জসিম উদ্দিন যুক্তিবাদী। আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন রৌয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব ক্বারী মাহবুবুর রহমান লতিফি, রৌয়াইল মোকামপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা আবুল কাশেম ও রৌয়াইল বাজার জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা নূরুল হক। ইসলামী সংগীত পরিবেশন করবেন সবুজকুঁড়ি শিল্পী গোষ্ঠীর তাহমিদ জাহান নাফিজ। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো আবুল হোসেন লালন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
সভাপতিত্ব করবেন নূরুল ইসলাম মাস্টার।
Leave a Reply