মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা হত্যা, নির্যাতন, ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমাবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল বের হবে।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় ধোপাদিঘির পূর্বপারে আল-ফালাহ টাওয়ারের সামনে থেকে শুরু হবে।
বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে এক মতবিনিময় শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলার জ্যেষ্ঠ সহ সভাপতি মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সহ সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মহানগর সহ সভাপতি আব্দুল গফফার ছয়ঘরী, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ ফখরুজ্জামান, যুগ্ম সম্পাদক আলহাজ জুবায়ের আল মাহমুদ, জেলা সহ সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমী, মুফতি এবাদুর রহমান, মহানগর সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সমাজসেবা সম্পাদক মাওলানা হাফিজ কবীর আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, মাওলানা কাওছার আহমদ প্রমুখ।
একই দিন জেলা ও মহানগর নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, শিক্ষক ও দলের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
Leave a Reply