নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা হত্যা, পৈশাচিক নির্যাতন ও অগ্নিসংযোগ বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আমীরে হিবজুল্লাহ, ছারছীনা শরীফের পীর সাহেবের আহ্বানে মঙ্গলবার সকালে মহানগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশ জমইয়তে হিবজুল্লাহ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে সংগঠনের জেলা সভাপতি মাওলানা জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেছার আহমদ, ছাত্র হিবজুল্লাহ জেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম ও আলী নোয়াব খান।
মানববন্ধন পরিচালনা করেন জমইয়তে হিবজুল্লাহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সেলিম।
Leave a Reply