সুনামগঞ্জ প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধ এবং এ ব্যাপারে জাতিসংঘের কার্যকর পদক্ষেপের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ইমাম মোয়াজ্জিন পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া বিক্ষোভ মিছিলও করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি হাফিজ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক, প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট হোসেন তৌফিক, বিএনপি নেতা সেলিম উদ্দিন ভুট্টো ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ।
Leave a Reply