নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিয়ানমার নেতা অং সান সুকির কুশপুত্তলিকাও দাহ করা হয়।
শুক্রবার বাদ জুমা মহানগরীর বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদী জানতা, মানাদি কাফেলা, উলামা মাশায়েখ পরিষদ ও অন্যান্য সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলগুলো বের হয়। সমাবেশ অনুষ্ঠিত হয় কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার পয়েন্ট সহ বিভিন্ন জায়গায়। এতে অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া মহানগরীর বিভিন্ন স্থানে মিয়ানমার নেতা অং সান সুকির কুশপুত্তলিকা দাহ করা হয়।
Leave a Reply