মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে গ্রেটার সিলেট ল গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় জেলা পরিষদ ভবনের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো কামাল আহমদ। প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় গণদাবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, অ্যাডভোকেট বাবুল মিয়া, কর্মজীবী লীগ জেলা সাধারণ সম্পাদক একেএম কাওসার আহমেদ, নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি এম বাবর লস্কর, সাধারণ সম্পাদক শাহ মো লোকমান আলী, সূর্যোদয় যুব সংঘের সভাপতি মো হাসান তালুকদার সোহেল, সাধারণ সম্পাদক এ কে কামাল হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরোজ খান, সানি ইমিগ্রেশন সার্ভিসেসের সিইও মোহাম্মদ আসাদুজ্জামান, সিলেট ৭১ ডটকমের সম্পাদক আহাদ নীল, জালালাবাদ পিস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো ইমরান উদ্দিন, বিভাগীয় গণদাবী ফোরামের সদস্য তামিম চৌধুরী আপন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অপু চৌধুরী, সাপ্তাহিক সত্যের পথের সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, নাট্যলোক সিলেটের সদস্য মুরাদ, সুপার বাংলা আইটির সিইও মিজানুর রহমান, বিটিভি কর্মকর্তা মো ইকবাল উদ্দিন, শাহজাদী রুনা, রফিকুল ইসলাম, মো আখলাকুর রহমান ও এসহান নাহিদ। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
Leave a Reply