মৌলভীবাজার প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার বাদ জুম্মা শহরের শাহ মোস্তফা সড়কের দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার চৌরাস্থায় এসে শেষ হয়।
পরে সেখানে এক পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ মাসুদ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ ময়নুল হক চৌধুরী ও মাওলানা কামরুজ্জামান।
বক্তারা রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ওআইসির প্রতি আহবান জানান।
সমাবেশ শেষে রোহিঙ্গাদের হেফাজতে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply