এনা, নিউইয়র্ক : রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী সংকট হিসেবে দেখা দিয়েছে। এ সংকট মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিতে হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
রবিবার হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ-এইচআরডিবি আয়োজিত ‘রোহিঙ্গা সংকট : সমস্যা ও সমাধানের উপর’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
তারা অবিলম্বে রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এইচআরডিবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্যানালিস্ট হিসেবে বক্তব্য রাখেন, ড হাবীব সিদ্দিকী, বার্মিজ রোহিঙ্গা অ্যাসোশিয়েশন অফ নর্থ আমেরিকার পরিচালক রেজা উদ্দিন, বার্মা টাস্কফোর্স পরিচালক অ্যাডাম ক্যারল ও ডসন কলেজের অধ্যাপক ড আবিদ বাহার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড নাকিবুর রহমান, সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আনসারী, কমিউনিটি এক্টিভিস্ট সুরেশ বড়ুয়া, কমিউনিটি এক্টিভিস্ট সোলায়মান ভূঁইয়া, আবদুল্লাহ আল আরিফ প্রমুখ।
ড হাবীব সিদ্দিকী বলেন, রোহিঙ্গাদের বাঙালি বলার কোনো সুযোগ নেই। তারা হাজার কাল ধরে রাখাইন অঞ্চলে বসবাস করে।
তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে যা চলছে সেটা জেনোসাইড। এই জেনোসাইডের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে হবে।
রেজা উদ্দিন বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় কফি আনান কমিশনের সুপারিশগুলো অতি শীঘ্র বাস্তবায়ন করতে হবে।
তিনি রোহিঙ্গাদের রক্ষায় বিশ্ব জনমত গড়ে তোলার পাশাপাশি তাদের প্রতি মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ড আবিদ বাহার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের কোনো প্রস্তুতি ছিল না। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। অন্যথায় এ ইস্যুক কেন্দ্র করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।
তিনি আরো বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী শুধুমাত্র মুসলিম নয় তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকও আছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা গণহত্যায় ধর্মীয় কারণের পাশাপাশি জাতিগত কারণও নিহীত রয়েছে। এখনই এটিকে বৈশ্বিকভাবে মোকাবেলা করতে হবে।
এডম ক্যারল বলেন, মিয়ানমারের গণহত্যার পিছনে উগ্র বৌদ্ধ গোষ্ঠীরা ইন্ধন যোগাচ্ছে। এর সাথে যোগ হয়েছে ভারত ও শ্রীলংকায় উদীয়মান ইসলাম বিদ্বেষী মনোভাব। যুক্তরাষ্ট্র সরকারকে এ বিষয়ে মনোযোগী করতে নির্বাচিত প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
ইমরান আনসারী বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা সহিংসতা দীর্ঘ দিনের হলেও সাম্প্রতিক সহিংসতার পিছনে চীন ও ভারতের বাণিজ্যিক স্বার্থ নিহীত রয়েছে। এর কারণেই জাতিসংঘে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছে প্রতিবেশী দেশ দুটি। রোহিঙ্গাদের শিগগিরই ফেরত না পাঠাতে পারলে এদের নিয়ে নানামুখী সংকট মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। এজন্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে হবে।
কমিউনিটি এক্টিবিস্ট সুড়েশ বড়ুয়া বলেন, গৌতম বুদ্ধের আদর্শের অনুসারীরা মানুষ হত্যায় মেতে উঠতে পারেনা। রোহিঙ্গাদের হত্যার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে।
তিনি আরো বলেন, গৌতম বুদ্ধের অনুসারী হয়ে থাকলে অবিলম্বে রোহিঙ্গা হত্যা বন্ধ করতে হবে।
Leave a Reply