গোয়াইনঘাট প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধ এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারীদের ফিরিয়ে নেয়ার দাবিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সালুটিকর এলাকাবাসীর উদ্যোগে সালুটিকর বাজারে শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নন্দিরগাঁও দারুস সালাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রফিক আহমদ মহল্লীর সভাপতিত্বে ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ শিপনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আঙ্গারজুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কামালী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম বুরহান উদ্দিন, হাদারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ বশিরুজ্জামান চৌধুরী ও পিয়াইনগুল জামেয়ার সুপার মাওলানা আসাদুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দারুস সালাম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আলী হোসেন, নওয়াগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ, ছাত্রনেতা নাজির উদ্দিন, ফয়েজ উদ্দিন, ইমরান আহমদ, আহছান উদ্দিন, জালাল উদ্দিন, বাবুল আহমদ, জিয়াউল হক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আইয়ুব আলী, নূরুল আমিন, জালাল উদ্দিন, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।
Leave a Reply