ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক প্রবাসীরা মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধের জন্য জাতিসংঘ সহ বিশ্ব বিবেককে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
এই নির্যাতন বন্ধের দাবিতে বুধবার দুপুর ১২টায় নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র সফররত লন্ডন প্রবাসী বাংলাদেশের মৌলভীবাজার হ্যামডান সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজকর্মী এম এ কায়্যূম তালুকদারকে দেয়া এক সংবর্ধনা সভায় এই সমাবেশ সফলের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের মজা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। এতে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।
প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুসাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট মুদাব্বির হোসেন, সাব্বির হোসেন, সৈয়দ রুহুল উদ্দিন প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন আব্দুর রৌফ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, মিয়ানমারের আরাকান প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর সে দেশের বৌদ্ধ মৌলবাদী, সেনাবাহিনী, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বর্বর কায়দায় যে গণহত্যা, গুম, অত্যাচার, লুটপাট ও জ্বালাও পোড়াও সহ সহিংসতা অব্যাহত রেখেছে তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
Leave a Reply