নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান গণহত্যার প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার লালাবাজার বিশ্ব রোডে লালাবাজার, তেতলী, সিলাম ও অলংকারী ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী। বিশেষ অতিথি ছিলেন, লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, তেতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উছমান আলী ও অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। সভাপতিত্ব করেন মুরব্বি আব্দুল ওয়াহাব।
শাহরীয়ার আহমদ ইমন ও আব্দুস সামাদের যৌথ পরিচালনায় মানববন্ধনে কর্মসূচিতে প্রকাশকওে নিজগাঁও যুব সংঘ, অভিযাত্রিক পাঠক ফোরাম, শাপলা জুটি স্পোর্টিং ক্লাব, সভাসুন্দর স্পোর্টিং ক্লাব, ভালকী যুবসমাজ, লতিফিয়া সমাজকল্যাণ সংস্থা, খাজাখালু যুব সংঘ, আশার আলো যব সংঘ, গকুলপুর যুব সংঘ ও আশার আলো আদর্শ সমবায় সমিতি।
Leave a Reply