নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের উপর মিয়ানমারের পরোক্ষ আক্রমণ।
সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মিয়ানমার সরকার একটি দুর্বৃত্ত সরকার বলে ব্যক্তিগত মত প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সবকিছু করছে। এ ব্যাপারে সরকারের নীতিমালা ও প্রতিটি উদ্যোগ যথাযথ।
আবুল মাল আবদুল মুহিত জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্যে মিয়ানমারে আলাদা অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছে।
খালেদা জিয়া দেশের ফেরার পর বিএনপির আন্দোলন কর্মসূচি ঘোষণার ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, বিএনপি আসলে অস্তিত্ব সংকটে আছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নিজস্ব কৌশলেই বিএনপির আন্দোলন মোকাবেলা করবে।
Leave a Reply