মিয়ানমার সরকার ও সাম্রাজ্যবাদের মদদে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় মহানগরীর কাজিটুলা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাজিটুলা বাজারে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বাসদ জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, শ্রমিক ফ্রন্ট জেলা নেতা মামুন বেপারী, কাজিটুলা শাখার আহবায়ক মো মাহবুব আলম, রফিকুল ইসলাম, শাহরিয়ার আলম মনজু, মো রকিব হাওলদার, মো সবুজ গরামী, মো হুমাযূন কবীর প্রমুখ।
বক্তারা বলেন, মিায়ানমার সরকার যখন রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে তখন জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করচ্ছে। সাম্রাজ্যবাদী মোড়লেরা এই বর্বর হামলা বন্ধে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ না করে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মায়া কান্না করছে।
বক্তারা রোহিঙ্গাদের উপর এই জঘন্য হামলা বন্ধে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে ভূমিকা রাখতে ও তৎপরতা চালাতে চাপ সৃষ্টি করার জন্যে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
Leave a Reply