মিয়ানমারে রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ শিক্ষা উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান শেখ জাহেদুর রহমান মাসুমের সভাপতিত্বে ও কয়েছ আহমদ সাগরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, গাজী বুরহান উদ্দিন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিক, মুহতামিম শায়খ মাওলানা নাসির উদ্দিন, তেতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া, সাহেদুর রহমান সাহেদ, এপেক্স ক্লাব অব গ্রিনহিলের সাবেক সভাপতি আদিল আহমদ, দক্ষিণ সুরমা থানা তালামীযের সহ প্রচার সম্পাদক হাফিজ বিলাল আহমদ, দি এইডেড হাই স্কুলের শিক্ষক মো তরিকুল ইসলাম, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সদস্য সালমান আহমদ, মুজাক্কির আহমদ, ফাহাদ আহমদ প্রমুখ।
Leave a Reply