রোটারেক্ট ক্লাব অব সিলেট এম সি কলেজের ডিআরআর নাফিজুল আলমের ক্লাব পরিদর্শন ও বর্ষশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে এম সি কলেজের অর্থনীতি বিভাগের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, এম সি কলেজ শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক তোতিউর রহমান।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আরআরসি রোটারিয়ান ইঞ্জিনিয়ার সুয়েবুর রহমান ও ডিআরআর নাফিজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইপিপি রুহুল আমীন কমল, এডিআরআর পরিমল পাল ও কৃপালী চন্দ্র রাহুল, ডিএস রাসেল আহমদ, আরআর মাসুদুর রহমান ও পিপি সাইদুল ইসলাম রেজা।
Leave a Reply